এক বিশ্বকাপে রান আর সেঞ্চুরিতে তিনি কি ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন? রোহিত শর্মাকে নিয়ে যখন এই আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সেমিফাইনালে রোহিত এবং তার টিমের অপ্রত্যাশিত বিপর্যয়। সেই হারের যন্ত্রণা মুছতে চাইছে না কিছুতেই, বলেই ফেললেন ভারতের সহ-অধিনায়ক রোহিত। টুইটারে সেই আফসোসের সুর ধরা পড়ছে তার লেখায়।
রোহিত বলেন, দলের সবচেয়ে দরকারের সময় আমরা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হই। মাত্র ৩০ মিনিটের খারাপ ক্রিকেট আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল। আমরা এই হারের জন্য খুবই দুঃখিত। ধন্যবাদ আপনাদের, যারা এতদিন বিশ্বকাপে ইংল্যান্ডকে ভারতের নীল রঙে রাঙিয়ে তুলেছিলেন।
বিডি প্রতিদিন/১২ জুলাই, ২০১৯/আরাফাত