যুগে যুগে ভাইয়ের জন্যে বোনের পরান পোড়ে
ভাই যেনো তার বিজয়ী হয় রাত্রি শেষের ভোরে
সেই কামনায় প্রার্থনাতে বোনের চোখে জল
ভাইয়ের জন্যে বোনের এ প্রেম স্নিগ্ধ ও নির্মল।
পবিত্র এই ভালোবাসার নেইকো কোনো তুল
বোনের স্বপ্ন ভাইয়ের শত্রু করবে সে নির্মূল।
যমের দুয়ার কণ্টকিত করার বাসনায়
যত্ন করে 'ভাই ফোঁটা' দেয় ভাইয়ের কপালটায়।
'ভাই ফোঁটা' এক দারুণ ব্যাপার! প্রতীকী এক ভাষা
প্রতীক চিহ্নে ভাইয়ের জন্যে বোনের ভালোবাসা।
প্রিয় ভাইয়ের মঙ্গল চায় বোনরা চিরদিনই
যুগে যুগে ভাই থাকে তার বোনের কাছে ঋণী।
'বোন ফোঁটা' নেই! থাকলে দিতাম বোনের কপালটাতে
এঁকে দিতাম খুব মমতায় আদর মাখা হাতে।
ভালো থাকিস বোনটি আমার যতো দূরেই থাকিস
কপালে তোর ভাইয়ের আদর সেইটা মনে রাখিস।