কক্সবাজারের কুতুবদিয়ার সাগর এলাকায় অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা জব্দ করেছে। সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ এর সহযোগিতায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন এ যৌথ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাগরে ১২টি ফিশিং নৌকায় অভিযান করে ৪ লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি বেহুন্দি জাল ও ১২০ কেজি লইট্টা ও ডান্ডি মাছ জব্দ করে। এসময় ঘটনাস্থলে উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ১১টি ফিশিং নৌকার কোম্পানিকে ৩২ হাজার টাকা জরিমানা এবং অপর একজন ফিশিং নৌকার কোম্পানিকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সালের বিধি ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে অংশ নেন নৌবাহিনীর বানৌজা শহীদ ফরিদ এর সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সাইফ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিবসহ প্রমুখ। পরে, জব্দকৃত অবৈধ জাল সমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
মোহাম্মদ সাদাত হোসেন বলেন, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের মতো এ বছরও নৌযান সব ধরনের মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম