পটুয়াখালীর কলাপাড়ায় আবারও নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো। শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। নদীতে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে শতশত নারী পুরুষ নদীর তীরে ভিড় করে। ৩০-৩৫ বছর বয়সী এ যুবক স্থানীয় না হওয়ায় তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেন।
এর আগে গত ১ মে কলাপাড়ার রাবনাবাদ নদীতে এক নারীর মৃতদেহ ভেসে আসে। এছাড়া ৭ মে রহমতপুর খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মহিপুর থামার ওসি তরিকুল ইসলাম জানান, মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ও নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল