ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর আবারও মাঠে ফিরছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আইপিএলের স্থগিত অংশ শুরু হচ্ছে আগামী শনিবার, একই দিনে আবারও শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি ঘোষণা দেন, পিএসএলের দশম আসরের বাকি ম্যাচগুলো পুনরায় শুরু হচ্ছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।
তবে পিসিবির পক্ষ থেকে এখনও নির্দিষ্ট সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বাকি ম্যাচগুলো পাকিস্তানেই আয়োজন করা হবে।
পিএসএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে সোমবার, পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিদের এক বৈঠকের পর।
পিএসএল পুনরায় মাঠে গড়ানোর কারণে বড় ধাক্কা খেতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর। আগামি ২১ মে পাকিস্তান যাওয়ার কথা ছিল লিটন দাস, শান্তদের। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ২৫ মে। কিন্তু সেই সিরিজের ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।
সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতীয় হামলার পর নিরাপত্তা বিবেচনায় পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে গত শুক্রবার সেটিও বাতিল করে লিগ স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।
ওই একই দিনে ভারতের আইপিএলও এক সপ্তাহের জন্য স্থগিত হয়। চার দিন পর, ভারত-পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে করে আপাতত বড় ধরনের সংঘাতের অবসান ঘটে।
বর্তমানে লিগ দুটি পুনরায় চালুর পরিবেশ তৈরি হলেও একাধিক চ্যালেঞ্জ সামনে এসেছে। এর মধ্যে অন্যতম বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। সংঘাতের কারণে অনেকেই পাকিস্তান ছেড়ে গেছেন এবং তাদের ফেরানো এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/মুসা