শরৎ রাতের জোসনা যখন হঠাৎ উঁকি দেয়
দিঘির পাড়ে তেঁতুল গাছে বাদুড় ঝুঁকি দেয়
জানলা খুলে জামান দেখে মাথা ছাড়া ভূত
গাছের নিচে বসে আছে ভূতের দুটি পুত
ভূতের ছানা মড়মড়িয়ে কী জানি কী খায়
গত কালকে মরছে মানুষ কঠিন কলেরায়
এসব কথা ভেবে ভেবেই জামান ভয়ে শেষ
দাঁতে দাঁতে দাঁত লেগেছে দেখে ভূতির বেশ।