আমার যেতে ইচ্ছে করে
শাদা মেঘের ভেলায় চড়ে
আকাশ দিয়ে উড়ে
একটু কোথাও দূরে।
আমার যেতে ইচ্ছে করে
শাখাবরাক নদীর চরে
আউশ ধানের ক্ষেতে
সবুজ ছোঁয়া পেতে।
আমার যেতে ইচ্ছে করে
শিউলি ফুলের মালা পরে
এ ঘরে ও ঘরে
সুবাস দেবো ভরে।
শিশির ভেজা ঘাসের পরে
হাঁটতে আমার ইচ্ছে করে।