শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

গ্রীষ্মকালে

জোবাইদুল ইসলাম

গ্রীষ্মকালে

গ্রীষ্মকালে রোদের ঝিলিক

শুকনো পাতা ঝরা

মাঠে-ঘাটে শুকিয়ে পানি

ফেটে চৌচির, খরা।

 

গ্রীষ্মকালে গাছ-গাছালি

হরেক ফলে ভরা

আম-কাঁঠালের গন্ধে বাতাস

কী যে মৌ মৌ করা।

 

গ্রীষ্মকালে ক্লান্ত পথিক

হাঁটে রোদে কড়া

একটু জিরোয় গাছের নিচে

জীর্ণশীর্ণ মরা।

 

গ্রীষ্মকালে পুকুর জলে

ছেলের দলে ভরা

ঢেউ খেলে যায় এপার-ওপার

সাঁতার খেলা করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর