মলা ঢেলা করছে খেলা
ছুটে এলো পুঁটির ঝাঁক,
টেংরা মাছে বড়শির ফাঁদে
লেগে বলে চিচিং ফাঁক।
বোয়াল এলো গিলে খাবে
টাকি দেখে দিল দৌড়,
শোলমাছে তাড়াহুড়া
শুদ্ধ পানি করল ঘোল।
জাল ফেলেছে মাছ ধরিতে
ডুবে গেল জেলের নাও,
পুঁটি মাছের ঝাঁক ধরিতে
টনক নড়ল সারা গাঁও।