চোখ দুটো খুব টানা টানা
গাল দুটো খুব লাল
বায়না ধরে কিনল খুকি
মেলায় গতকাল।
নাকটা হলো সরু-চিকন
ঠোঁটটা নদীর ঢেউ
বললে কথা শুনত খুকি
সে ছাড়া নয় কেউ।
মুখটা ছিল মায়ায় ভরা
চুলগুলো বেশ কালো
ভাবত খুকি এমন করে
কে তাকে বানাল!
ওর মতো যে বন্ধু খুকির
হয়নি কেউ আর
ঘরের সবাই জানে এটি
শখের পুতুল তার।