হেমন্তকাল শেষের পথে
আসছে ঋতু শীত
সরষে খেতে ভ্রমর শোনায়
আগমনী গীত।
রসের হাঁড়ি কদিন পরেই
ঝুলবে খেজুর গাছে
বার্তা পেয়ে ফুলের বনে
প্রজাপতি নাচে।
ধোঁয়া ওড়ে সকালবেলা
শীর্ণ নদীর তীরে
কুয়াশাতে চাদর মুড়ে
সূর্য ওঠে ধীরে।
রঙ-বেরঙের শীতের পোশাক
হবে বেচাকেনা
এসব দেখেই শীতের ঋতু
যাবে এবার চেনা।