মিষ্টি মধুর বৃষ্টি এলেই
হাত বাড়িয়ে দিই
রিনিঝিনি বৃষ্টিফোঁটা
হাতে তুলে নিই।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে
শীতল পরশ পাই
তখন আমি হাতটি বাড়াই
যখন তুমি নাই।
হাত বাড়ালে তুমি আমায়
কত্ত বাধা দাও
ঠান্ডা তোমার লেগে যাবে
জলদি তুলে নাও।
বৃষ্টিমধুর ছোঁয়া পেতে
কার না ভালো লাগে
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে
ইচ্ছে ভীষণ জাগে।