উত্তরবঙ্গের ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড় জেলার পর্যটন সম্ভাবনা শীর্ষক উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উত্তরবঙ্গের মধ্যে পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, রাজনীতিবিদ, আইনজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আগামীতে পর্যটন শিল্পে পঞ্চগড় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এমআই