বাগ-বাগানে ফুটে থাকে
ফুলের কলি যত,
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
সাঁজো ফুলের মতো।
প্রকৃতিতে ফুলের সুবাস
ছড়ায় যেমন নিততো,
শিশু-কিশোর এই ধরাতে
সবাই ফুলের বিততো।
শোভা ছাড়া ফুলের স্বার্থ
নেইতো জগৎ মাঝে,
ফুলের মতো জীবন গড়ো
সবাই কথায় কাজে।।
বাগ-বাগানে ফুটে থাকে
ফুলের কলি যত,
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
সাঁজো ফুলের মতো।
প্রকৃতিতে ফুলের সুবাস
ছড়ায় যেমন নিততো,
শিশু-কিশোর এই ধরাতে
সবাই ফুলের বিততো।
শোভা ছাড়া ফুলের স্বার্থ
নেইতো জগৎ মাঝে,
ফুলের মতো জীবন গড়ো
সবাই কথায় কাজে।।