বাঘ শেয়ালের বাঁধল লড়াই উজান বনের ধার
কে বা হারে কে বা জিতে কেবা হয় সর্দার।
বাঘ বলে, ‘এই আমি হলাম বনের রাজা এক
আমার সাথে তর্ক করিস দ্যাখাই মজা দ্যাখ!’
শেয়াল বলে, ‘বনের রাজা তুমি বনের বাঘ
শেয়াল পন্ডিত বলে আমার নেই কি কোনো রাগ
আমি যদি হাঁক দিয়ে যাই হুক্কা হুয়া ডাক...
উঠবে কেঁপে বনের ওপার বললাম না আর থাক।’
বাঘ বলে, ‘তুই খুব বেড়েছিস ওরে শেয়াল ছা
এক্ষুনি দ্যাখ খাবো তোরে যা পালিয়ে যা!’
‘তোমার ভয়ে চলে যাব এ বন ছেড়ে আজ
কেমন করে ভাবলে বোকা ওরে বনের রাজ
পশু হয়ে কেন তুমি আরেক পশু খাও
নেই কি তোমার বিবেক মায়া মুখোশটা বদলাও।’