ঘুমের মধ্যে হাঁটি আমি
ঘুমের মধ্যে খাই
ঘুমের মধ্যে এপার ওপার
নদীতে সাঁতরাই!
ঘুমের মধ্যে খেলাধুলা
ঘুমের মধ্যে পড়ি
ঘুমের মধ্যে বিশ্বভ্রমণ
পড়িখরাজে চড়ি!
ঘুমের মধ্যে রাজা উজির
ঘুমের মধ্যে সেপাই
ঘুমের মধ্যে দেই না আমি
মানুষকে পাত্তাই!
ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকা ঠিক
নয়ত আবার ভুলতে পারো দিক!