শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি

আবদুল হামিদ মাহবুব

আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি

সবুজ হলুদ কাগজ জোড়ে যত্নে বানাই ঘুড়ি

আমার ঘুড়ি আকাশ ছুঁবে বাজাই হাতে তুড়ি,

সুতোয় বেঁধে ছাড়ছি ঘুড়ি নাটাই আমার হাতে

কেঁপে কেঁপে যাচ্ছে ঘুড়ি আনন্দে মন মাতে।

 

একটু ডিলে ঘুড়ির মাথা যেই নামলো নিচে

নাটাইটাতে প্যাঁচিয়ে সুতো এক পা হাঁটি পিছে,

উপর থেকে নামলো ঘুড়ি আসলো অনেক কাছে

আমার সাথে পেঁচ খেলবে, সাহস কারো আছে?

 

ডানের দিকে ঘুরলো ঘুড়ি; যাচ্ছে ডানে ডানে

ভন্ ভনাভন্ ঘুরছে নাটাই শব্দ আসে কানে,

আবার ঘুড়ি ঘুরলো বামে, যাচ্ছে বামে হেলে

সবুজ হলুদ ঘুড়ি আমার, দূর আকাশে খেলে।

 

আমার ঘুড়ি ইচ্ছে মতো ডানে বামে ঘুরছে

পুরো আকাশ আমার এখন, ঘুড়ি আমার উড়ছে,

এই আকাশে নেই যে শাসন, তাইতো ঘুড়ি স্বাধীন

আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি, নাচছে তা ধিন তা ধিন।

 

ঘুড়ির সুতোয় মাজ্জামাখা; সুতো খুবই ধার

আমার ঘুড়ির ভিড়লে কাছে কেউ পাবে না পার

এক পেঁচেতে কেটেই দেবো, পেঁচ লাগিয়ে দেখো

কেমন করে উড়াই ঘুড়ি; আমার কাছে শেখো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর