কিম্ভূতে এক দাঁতাল ভূত
ভয় দেখাত সবাইরে
এলো ফকির ঝোলা ঘাড়ে
করবে তাকে জবাই রে।
সারা পাড়া ভয় দেখানো
ভূতটা ছিল ঝরঝরে
ছু মন্তর তন্ত্রমন্ত্রে
দেখি পরে মরমরে।
ভয় দেখানো সেই ভূতটা
বন্দি হয়ে বোতলে
তোড়জোড় তার বাইরে আসার
ফকির মারে কোতলে।
কিম্ভূতে এক দাঁতাল ভূত
ভয় দেখাত সবাইরে
এলো ফকির ঝোলা ঘাড়ে
করবে তাকে জবাই রে।
সারা পাড়া ভয় দেখানো
ভূতটা ছিল ঝরঝরে
ছু মন্তর তন্ত্রমন্ত্রে
দেখি পরে মরমরে।
ভয় দেখানো সেই ভূতটা
বন্দি হয়ে বোতলে
তোড়জোড় তার বাইরে আসার
ফকির মারে কোতলে।