বিলেঝিলে শাপলা শালুক
গাছে পাকা তাল
মাঝি কণ্ঠে ভাটিয়ালি
নৌকাজুড়ে পাল।
নদীর পাড়ে কাশের মেলা
শিউলি ফুলে হাসি
নীল আকাশে উঁকি মারা
সাদা মেঘের রাশি।
স্বচ্ছজলে লাফালাফি
খলসে পুঁটির ঝাঁক
কানা বকের ছোটাছুটি
ছোট নদীর বাঁক।
বিলেঝিলে শাপলা শালুক
গাছে পাকা তাল
মাঝি কণ্ঠে ভাটিয়ালি
নৌকাজুড়ে পাল।
নদীর পাড়ে কাশের মেলা
শিউলি ফুলে হাসি
নীল আকাশে উঁকি মারা
সাদা মেঘের রাশি।
স্বচ্ছজলে লাফালাফি
খলসে পুঁটির ঝাঁক
কানা বকের ছোটাছুটি
ছোট নদীর বাঁক।