শরৎ মানে শুভ্র মেঘের
ভেলা করে খেলা
শরৎ মানে ভাদ্র মাসে
পাকা তালের মেলা।
শরৎ মানে হিমেল হাওয়া
স্নিগ্ধ শীতল ছায়া
প্রকৃতি অরূপ সাজে
বাতাস ছড়ায় মায়া।
ভাদ্র মাসে পাকা তালের
রংবেরঙের পিঠা
আমার মায়ের হাতের পিঠা
খেতে বড় মিঠা
ভাদ্র এলে মেঘ রানীদের
নেই তো তেমন দেখা
শুভ্র মেঘের ভেলা দেখায়
শিশির ভেজা রেখা।