শিরোনাম
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
শেরপুরে ডেঙ্গু পরীক্ষার কিট নেই
শেরপুর প্রতিনিধি :
অনলাইন ভার্সন

জ্বর হলেই মানুষজন ডেঙ্গু আতঙ্কে দৌড়াচ্ছেন। ডাক্তারের কাছে গিয়ে নিজেরাই ডেঙ্গু পরীক্ষা দিতে ডাক্তারদের অনুরোধ করছেন। এতো সংখ্যক মানুষের ডেঙ্গু পরীক্ষা করার ফলে সরকারি হাসপাতাল ও বাইরের বাণিজ্যিক ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কিট নেই বলে সূত্র জানিয়েছে। এই কিট দিয়ে রোগীর ডেঙ্গু হয়েছে কিনা তার ডাক্তারি পরীক্ষা করা হয়।
শেরপুর হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ১৪ জুনে সরকার এই হাসপাতালকে ২শ' ডেঙ্গুর ডিভাইস দিয়ে ছিল। পূর্বেও ডেঙ্গু পরীক্ষা হয়েছে এবং সর্বশেষ ১ আগস্ট ও ৩ আগস্ট মোট ৬৬ জন রোগীর ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে ডিভাইস শেষ হয়ে যায়। অর্থাৎ ৩ আগস্ট শনিবার বিকাল থেকে হাসপাতালে ডেঙ্গুর গুরুত্বপূর্ণ পরীক্ষা আইজিজি ও আইজিএম পরীক্ষা হচ্ছে না। আর আগে থেকেই এনএসওয়ান পরীক্ষার কোন ব্যবস্থা নেই।
এদিকে জেলার বাণিজ্যিক ডায়াগনস্টিক সেন্টার গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও ডেঙ্গুর ডিভাইস পাওয়া যাচ্ছে না। জ্বরের অসংখ্য রোগী ডেঙ্গু পরীক্ষা করতে এসে ফিরে যাচ্ছেন। শেরপুর কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক গোলাম ফারুক ও সরকার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহসিন কবির মোরাদ জানিয়েছে ৩/৪ দিন আগে ২শ' টাকার ডিভাইজ ৪শ' ৮০ টাকায় পাওয়া গেলেও এখন টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খায়রুল কবির সুমন জানিয়েছেন, শনিবার বিকাল থেকে হাসপাতালে ডিভাইজ নেই। বিষয়টি যথাযথ কর্তপক্ষকে জানানো হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যেই সমাধান হবে।
এদিকে সর্বশেষ ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত শুধু জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৪ জন। যার মধ্যে ১২ জন এখনও ভর্তি আছেন ৩জনকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর