১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:২৮

বরিশালে গত ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে গত ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছেন ২৯ জন রোগী। নতুন ২৯ জনসহ রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ৯৮ জন রোগী চিকিৎসাধীন ছিল। ৯৮ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৩৫ জন এবং ২৮ জন শিশু। 

বিগত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে পুরুষ ১২ জন, ১২ জন নারী এবং ৫ জন শিশু। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিদায় নেওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৮ জন এবং ৪ জন শিশু।

এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছিল ২১ জন। একই সময় বিদায়ও নিয়েছিল ২১ জন। 

গত ১৬ জুলাই থেকে রবিবার দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ২ হাজার ২৫০ জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪৪ জন। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন ডেঙ্গু রোগী। 

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর