ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কাজী মো. জাহাঙ্গীর ও হাজী বাবুল মিয়া, ব্যবসায়ী নেতা মো. শাহ জাহান মিয়া, মো. শাহআলম ও সুব্রত পাল প্রমুখ।
উদ্বোধনী দিনেই মেলায় ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ক্রেতারা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় তৈরি পোশাক, ক্রোকারিজ, খাবার ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের ৮০টি স্টল বসে।
বিডি প্রতিদিন/এমআই