বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ (৮৩) আর নেই। গত বছর নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর থেকেই কাটছিল তার অবসর জীবন। শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত রাহুল নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
বাজাজ বলতেই যে ‘হামারা বাজাজ’ এই বিজ্ঞাপনী ক্যাচলাইন মনে পড়ে, সেই ক্যাচলাইনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রাহুল বাজাজের কর্মদক্ষতা। দু’চাকার মোটর সাইকেলের ক্ষেত্রে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধপূরণ সম্ভব হয়েছিল তারই আমলে।
রাহুল বাজাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘শিল্প ও বাণিজ্যের জগতে তার অবদানের জন্য সারা বিশ্বে বন্দিত হবেন রাহুল বাজাজ। বাণিজ্যকে অতিক্রম করেও তিনি সকলকে সেবা দিতে আগ্রহী ছিলেন।’
১৯৩৮ সালের ১০ জুন জন্ম রাহুল বাজাজের। ৪০ বছর ধরে একটানা বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব ছিল তারই কাঁধে। পদ্মভূষণে সম্মানিত রাহুল একদা রাজ্যসভার সাংসদও হয়েছিলেন।
২০২১ সালে ফোর্বস পত্রিকা যে পরিসংখ্যান দিয়েছিল বিশ্বের ধনকুবেরদের, তাতে নাম ছিল রাহুল বাজাজের। তার মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা