জামালপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জামালপুর শহরের রানী কমিউনিটি সেন্টারে এই হালখাতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার মেসার্স জনি ট্রেডিং কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী তারেক আহাম্মেদ খান জনির সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর ইস্ট জোনের জোনাল প্রধান মোঃ জিয়ারুল ইসলাম।
এছাড়াও ময়মনসিংহ ডিভিশনাল সেলস ইনচার্জ মোঃ রাজু আহাম্মদ, টাঙ্গাইল অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী জুয়েল রানা, ট্যাকনিক্যাল সাপোর্ট মোঃ ফারুক হোসেনসহ বসুন্ধরা সিমেন্টের সকল বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলার সেরা ১০ জন বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা নিবর্বাচন করা হয়। এবার জেলার সেরা বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা নির্বাচিত হন জামালপুরের মেসার্স আরিয়া এন্টারপ্রাইজ। পুরস্কার হিসাবে জিতে নেন ১.৫ টনের একটি এয়ার কন্ডিশন। বিক্রিতে ২য় হয়েছে বুশরা এন্টারপ্রাইজ ও ৩য় মীর এন্টারপ্রাইজ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন