বরিশালে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা-কর্মচারী ও স্টকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছেন সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান। গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর গীর্জামহল্লা এলাকায় বরিশাল প্লাজা ভবনে ইনভেস্টমন্ট কর্পোরেশন বরিশাল শাখা পরিদর্শনকালে এই মতবিনিময় করেন তিনি।
এ সময় আইসিবি বরিশাল শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. মাহমুদুল হক, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদ আহমদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল, সিনিয়র অফিসার সাইফ মো. জাহিদুল ইসলাম, অফিসার মো. আবু জাফর, মৃনাল কান্তি মন্ডল, ইলিয়াছ হাওলাদার, মো. হাবিবুর রহমান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, জয়ন্ত বাড়ৈ, আইসিবি সিকিউরটিজ ট্রেডিং কোং লি. ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মতিয়ার রহমান সহ কর্পোরেশন ও সাবসিডিয়ারী দপ্তরের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংস্থার চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান বলেন, বরিশালবাসীর মাঝে শেয়ার বাজারে বিনিয়োগে উৎফুল্লতা ও আশার আলো দেখা যায়। এতে দক্ষিণবঙ্গে শেয়ার বাজারের বিনিয়োগ ক্ষেত্রে নতুন এক দিগন্ত উম্মোচিত হয়েছে। এর আগে সংস্থার চেয়ারম্যান বরিশাল অফিস পরিদর্শনে গেলে তাকে ফুলের শুভেচ্ছা জানায় বরিশাল শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি প্রতিদিন/হিমেল