রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিনটর্গ’ থেকে তৃতীয় লটে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়। ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকায় কেনা হবে এই সার।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগের চুক্তির ধারাবাহিকতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে। সুইফটের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কারেন্সি সোয়াপ বা অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করা হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ