জমে উঠেছে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২। আজ শুক্রবার ছুটির দিনে উপচেপড়া ভিড়ে মেলাপ্রাঙ্গণ হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবি। দূর-দূরান্ত থেকে এসে ক্রেতারা স্টল ঘুরে ঘুরে বাজারদরের চেয়ে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনছেন পছন্দের গহনা। আর দর্শনার্থীরা ভবিষ্যতে কেনার জন্যও পছন্দ করে যাচ্ছেন গহনা।
এদিকে, বিনা মূল্যে নিজেদের ঘরে থাকা ডায়মন্ডের মান পরীক্ষা করিয়ে নিতে মেলায় আসছেন অনেকেই। দুপুর আড়াইটা পর্যন্ত দেড় শতাধিক দর্শনার্থী ও ক্রেতা ডায়মন্ডের মান পরীক্ষা করেছেন এসজিএল বুথ থেকে।
গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এর উদ্বোধন করা হয়। এই এক্সপো চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। আইসিবির ১ ও ৩ নম্বর ভবনে দেশের শীর্ষ ও নামিদামি জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ৬৫টি স্টলে বাহারি ও নতুন ডিজাইনের গহনার পসরা সাজিয়ে বসেছে এই এক্সপোতে। বঙ্গবন্ধুর জন্মদিন ও প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলা উপলক্ষে স্টলগুলো সব ধরনের গহনার ওপর বাজারদরের চেয়ে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে ক্রেতাদের জন্য।
রাজধানীর ধানমণ্ডি থেকে স্বপরিবারে মেলায় আসা কানিজ ফাতেমা বলেন, মেলায় এসে বাহারি সব ডিজাইন দেখে অবাক হচ্ছি। এ ছাড়া একই ছাদের নিচে গহনার অনেক প্রতিষ্ঠান রয়েছে। খুব অল্প পরিশ্রমে ঘুরে ঘুরে নিজের পছন্দের গহনা কিনতে পারছি। এখানে আরেকটা আনন্দ হলো, প্রায় সবগুলো স্টলেই বিশেষ ছাড়ে গহনা কিনতে পেরেছি।
রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে এসেছেন মুক্তা আক্তার বলেন, নিজের ছোট বোনের বিয়ের গহনা কিনতে মেলায় এসেছি। মেলায় এক জায়গাতেই দেশের নামকরা সব প্রতিষ্ঠানকে পেয়ে গেছি। সুতরাং পছন্দ, দাম ও মান যাচাইয়ে কোনো সমস্যাই হচ্ছে না।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে নিজের বোনের বিয়ের গহনা কিনেছি। মেলা থেকে কিনে দামেও জিতেছি। প্রতিষ্ঠানগুলো দামের একটি ভালো অংশ ছাড় দিয়েছে।
এদিকে, আইসিবির ১ নম্বর ভবনে এসজিএলের ডায়মন্ড পরীক্ষার বুথে গিয়ে ভিড় দেখা গেছে। প্রতিষ্ঠানটির ল্যাব ম্যানেজার সৌরভ বণিক বলেন, আজ দুপুরের পর থেকে মেলায় আগতদের ডায়মন্ড পরীক্ষার জন্য ভিড় বেড়েছে। এখন পর্যন্ত দেড় শতাধিক দর্শনার্থী ডায়মন্ডের মান পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ৫০ জনের মতো গতকাল পরীক্ষা করিয়েছেন। আজ বিকেল নাগাদ এখানে ডায়মন্ডের মান পরীক্ষার ভিড় আরো বাড়বে।
তিনি বলেন, মেলা চলাকালীন এখানে বিনা মূল্যে ডায়মন্ড পরীক্ষা করতে পারবেন দর্শনার্থীরা। পরীক্ষা করে আমরা বলে দেব ওনাদের ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেইড। আর ল্যাবরেটরি মেইড হলেও কোন মানের সেটি জানা যাবে পরীক্ষায়। মাত্র ৪০ থেকে ৫০ সেকেন্ডে ডায়মন্ড পরীক্ষার এই প্রযুক্তি বাংলাদেশে আমরাই প্রথম এনেছি।
বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এর আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাজুসের কোষাধ্যক্ষ উত্তম বণিক বলেন, এই মেলার আয়োজনে দর্শনার্থী ও ক্রেতারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে বলা যায়, আমরা ও আমাদের বাজুসের প্রেসিডেন্ট সফল। মেলায় দর্শনার্থীদের চাপ বেশি থাকায় রাতে খোলা থাকার সময় বাড়ানো হবে। গতকালও আমাদেরকে সময় বাড়াতে হয়েছিল।
তিনি বলেন, আমাদের এই এক্সপোতে দুবাইসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও আসছেন। তারা বিভিন্ন ধরনের রেডিমেট গহনার অর্ডার দিচ্ছেন। প্রতিদিন ২০ কেজি করে গহনা নেবেন এমন একজন দুবাইয়ের ব্যবসায়ী পেয়েছি। সুতরাং মেলায় বাংলাদেশি জুয়েলারি পণ্যের দেশে ও দেশের বাইরের যে সাড়া পাওয়া যাচ্ছে তা অভাবনীয়।
নিজের প্রতিষ্ঠান জায়া ও বেঙ্গল জুয়েলার্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য আমরা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে গহনা বিক্রি করছি। মেলায় অংশ নেওয়া সবাই কমবেশি ছাড় দিয়ে গহনা বিক্রি করছেন।
এর আগে গতকাল উদ্বোধনের দিনই মেলার আয়োজক কমিটি ঘোষণা দেয়, দর্শনার্থীদের জন্য ২৫ লাখ টাকার পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ১২ জনকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে এ ২৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একজন পাবেন ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা পাবেন একজন। এ ছাড়া ১ লাখ টাকা করে ১০ জন পাবেন পুরস্কার।
বিডি প্রতিদিন/হিমেল