জামালপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে হালখাতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জামালপুর শহরের হুমায়রা কমিউনিটি সেন্টারে এই হালখাতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স তানভীর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের জিএম আব্দুল লতিফ।
এছাড়াও বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম মোহাম্মদ আলী খান, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের এএসএম মো: মোস্থাফিজুর রহমানসহ কিং ব্র্যান্ড সিমেন্টের সকল বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
হালখাতার আলোচনা অনুষ্ঠান শেষে জেলার সেরা ৮ জন কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রেতা নির্বাচন করা হয়। এবার জেলার সেরা কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রেতা নির্বাচিত হন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরের মেসার্স মনির ট্রেডার্স। পুরস্কার হিসাবে জিতে নেন ৩২ ইঞ্চি টিভি। বিক্রিতে ২য় হয়েছে সরিষাবাড়ী উপজেলার মেসার্স মার্জিয়া ট্রেডার্স ও ৩য় জামালপুর সদরের মেসার্স হানিফ ট্রেডার্স। পুরস্কার হিসেবে জিতে নেন মাইক্রোওভেন ও ননস্ট্রিক সেট। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়াও মেসার্স তানভীর এন্টারপ্রাইজের সকল রিটেইলারদের মাঝেও উপহার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন