তথ্যপ্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪০ জন কর্মকর্তাদের নিয়ে উচ্চতর তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)।
গ্রাহকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সেবার মান বাড়াতে অভ্যন্তরীণ এ প্রশিক্ষণের আয়োজন করেছে আর্থিক এ প্রতিষ্ঠানটি।
গত ২৩ মার্চ প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে এবং ১০ দিন ব্যাপী মোট ৫টি পর্বে চলবে এ কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগ।
নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের সবাই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কর্মকতাদের সার্টিফিকেট প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন