ভোলার চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিমেন্টের রিটেইলারদের নিয়ে হালখাতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের দক্ষিণ ফ্যাশন এলাকায় একটি বাসভবনে এ হালখাতা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন মোসলে উদ্দিন এন্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারি ও বসুন্ধরা সিমেন্টের ডিলার মো: রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের বরিশাল ডিভিশনের ডেপুটি ম্যানেজার মো: হাফিজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার (এসএম) কেএম শহিদুল ইসলাম, টিএসএম মো: শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার ১৫০ জন রিটেইলার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেরা বিক্রেতাদের মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয় এবং অন্যদের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন