সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার লেনদেনের শুরুতেই দেশের শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার বেশি।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ৩৭০টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ১১৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়েছে। তাতে মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৩৮০ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ