২৭ মে, ২০২২ ১৪:৪৭

সুইসকন্ট্যাক্ট-দারাজের চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

সুইসকন্ট্যাক্ট-দারাজের চুক্তি স্বাক্ষর

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও দারাজ বাংলাদেশ লিমিটেডের চুক্তি সই অনুষ্ঠান।

চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও আসবাব খাতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোগগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম নিয়ে প্রচারণা বাড়াতে বি-স্কিলফুল কর্মসূচির অধীনে অংশীদারিত্ব করছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও দারাজ বাংলাদেশ লিমিটেড। এই অংশীদারিত্বের ফলে দারাজ এখন থেকে এমএসএমইগুলোকে ই-কমার্স নিয়ে সচেতন করে তুলতে কাজ করবে। তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে ডিজিটাল শপ চালু ও পরিচালনা করতে সহায়তা করবে।

এ উপলক্ষে সম্প্রতি দারাজ বাংলাদেশ-এর বনানী হেডকোয়ার্টারে একটি চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি সই অনুষ্ঠানে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান এবং বি-স্কিলফুল প্রোগ্রামের টিম লিডার দায়না সরেনসেন, ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিন হেনচোজ পিনিয়ানি ও ইনকাম অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরী। দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো ও  চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর