২৭ মে, ২০২২ ১৯:৫১

বাংলাদেশে গম রফতানি করবে ভারত

অনলাইন ডেস্ক

বাংলাদেশে গম রফতানি করবে ভারত

ফাইল ছবি

নিষেধাজ্ঞা সরিয়ে খুব দ্রুত প্রথম পর্যায়ে ১ মিলিয়ন বা ১০ লাখ টন গম রফতানি করার সম্ভাবনা রয়েছে ভারতের। এর মধ্যে অর্ধেকই পাঠানো হবে বাংলাদেশে। ভারতের বাণিজ্য সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে দেশটির দ্য ইকোনমিক টাইমস পত্রিকা। 

গত ১৩ মে ভারত সরকার ত্বরান্বিত মুদ্রাস্ফীতির কারণে গম রফতানি নিষিদ্ধ করেছিল। তখন বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রফতানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রফতানির সুযোগ দেওয়া হবে। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছিল।

খবরে বলা হয়েছে, প্রধানত সড়ক ও রেলপথে বাংলাদেশে অন্তত অর্ধেক পরিমাণ গম যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সুইজারল্যান্ডের ডাভোস থেকে ফিরে আসার পরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর