২৮ মে, ২০২২ ১৬:৫৩

যুক্তরাষ্ট্রে সিইওদের বেতন বেড়েছে ১৭ শতাংশ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সিইওদের বেতন বেড়েছে ১৭ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীরা

মহামারী করোনাভাইরাসের ধাক্কা সামলে অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরছে। প্রতিষ্ঠানগুলোর মুনাফাও বাড়ছে। অ্যাসোসিয়েট প্রেস  গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ৫০০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বেতন বেড়েছে ১৭.১ শতাংশ। অ্যাসোসিয়েট প্রেসের জন্য তথ্য বিশ্লেষণ করেছে ইকুইলার।

২০২১ সালে ব্যক্তিগত খাতে কর্মীদের বেতন ও সুবিধা বেড়েছে ৪.৪ শতাংশ। এ হার ২০০১ সালের রেকর্ডের পর সর্বোচ্চ।

তবে যুক্তরাষ্ট্রের অনেক বড় প্রতিষ্ঠানই মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের বেতন বাড়াতে ব্যর্থ হয়েছে। গত বছরের শেষ দিকে দেশটিতে মূল্যস্ফীতি ৭ শতাংশে উন্নীত হয়েছিল। গত বছর সিইওরা যে বেতন পেয়েছেন, তা প্রতিষ্ঠানের বেতন স্কেলের মাঝখানে থাকা কর্মীর আয় করতে কমপক্ষে ১৮৬ বছর সময় লাগবে, যা ২০২০ সালে ছিল ১৬৬ বছর।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর