মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ই-কুরিয়ার’কে সঙ্গে নিয়ে এবং এফ (ফেসবুক)-কমার্সকে প্রাধান্য দিয়ে আজ বাংলাদেশে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া প্রিপেইড কার্ড চালু করেছে। এই প্রিপেইড কার্ডটি ‘ই-কুরিয়ার’ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা, যাতে তারা ফেসবুককেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে উপকৃত হতে পারেন।
মেটা’র (যেটি আগে ফেসবুক নামে পরিচিত ছিল) তথ্যানুসারে, ২০২১ সালে বাংলাদেশে উদ্যোক্তা-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ৪০ শতাংশই তৈরি করেছেন নারীরা। ই-কুরিয়ারের তথ্য-উপাত্ত থেকে আরও জানা যায়, বাংলাদেশে এফ-কমার্সের ৮০-৯০ শতাংশ-ই নারীদের দ্বারা পরিচালিত। এমন সম্ভাবনাময় সময়ে, এই প্রিপেইড কার্ডটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ও ফেসবুকে তাদের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই কার্ডের দ্বৈত মুদ্রা (ডুয়েল কারেন্সি) সুবিধা থাকায় তৃতীয়-পক্ষের কোনো পেমেন্ট সাহায্য ছাড়াই নারী উদ্যোক্তারা তাদের ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন। ই-কুরিয়ার সরাসরি ক্লায়েন্টের প্রিপেইড কার্ডে ফান্ড ট্রান্সফার করবে, আর তাই নারী উদ্যোক্তাদের সশরীরে নগদ অর্থ সংগ্রহের জন্য ই-কুরিয়ারে যেতে হবে না।
ই-কুরিয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিপ্লব ঘোষ রাহুল বলেন, “মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে যৌথ পার্টনারশিপের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করতে পেরে ই-কুরিয়ার আনন্দিত। ই-কুরিয়ার বাংলাদেশের প্রথম বেসরকারি লজিস্টিকস এবং কুরিয়ার ব্র্যান্ড, যেটি বিগত আট বছর যাবৎ অত্যাধুনিক ও বিশেষায়িত লজিস্টিকস সল্যুশনের মাধ্যমে নারী উদ্যোক্তা ও তাদের প্রচেষ্টাগুলোকে সহযোগিতা করে আসছে, সেইসঙ্গে এ পর্যন্ত দেশের ৬৪ জেলায় ৯০ লাখের বেশি পার্সেল পৌঁছে দিয়েছে। আমি সত্যিকার অর্থে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি। আমি নিশ্চিত, বিশেষ করে এফ-কমার্স ব্যবসা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মহামারি ফেসবুকের মতো ই-কমার্স চ্যানেলে ভোক্তা ব্যয় বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। যেহেতু নারী উদ্যোক্তারা বাংলাদেশের এফ-কমার্স খাতে অবদান রেখে চলেছেন, মাস্টারকার্ড যৌথভাবে তাদের জন্য প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া প্রিপেইড কার্ড চালু করতে পেরে আনন্দিত; এই কার্ড এসব উদ্যোক্তাকে নির্বিঘ্নে ফেসবুকে কেনা-বেচার সুযোগ করে দেবে। এ ছাড়া, এই উদ্যোগ ব্যবসায়িক প্রসার ও ভোক্তাদের তৃপ্তিদায়ক শপিং অভিজ্ঞতা দেবার পাশাপাশি বাংলাদেশে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত এবং তাদের বেড়ে উঠতে ও সফল হতে উৎসাহিত করবে।’
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “অভিনব পেমেন্ট সল্যুশন বাস্তবায়নের ক্ষেত্রে এমটিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং মাস্টারকার্ড ও ই-কুরিয়ারের সঙ্গে যৌথভাবে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করতে পেরে আমরা বেশ আনন্দিত। এই উদ্যোগের ফলে কার্ডহোল্ডাররা নিজেরাই বিভিন্ন আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারবেন- এতে বাংলাদেশের ক্রমবর্ধমান এফ-কমার্স খাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার আরও সুবিধাজনক হবে।”
এই কার্ডে রয়েছে ই-কমার্স পোর্টাল, জুয়েলারি শপস, গ্রোসারি এবং ক্লদিং স্টোরগুলোতে বিশেষ ছাড়, যা বিশেষভাবে কার্ডহোল্ডারদের জন্য ডিজাইন করা। কার্ডহোল্ডাররা আরও পেতে পারেন বাংলাদেশে ৫ হাজার ৫শ’র বেশি আউটলেটে ডুয়েল কারেন্সি ট্রানজেকশন সুবিধা, হোটেলে অবস্থানে বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান), ডাইনিং ও লাইফস্টাইল অফার এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে সহজে সাবস্ক্রিপশনের (নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইত্যাদি) উপায়। আরও পাবেন এমটিবি গ্রিন পিন সার্ভিস, সার্বক্ষণিক কন্টাক্ট সেন্টার সার্ভিস, এসএমএস ব্যাংকিং, পিওএস সেবা, এটিএম ও কিউআর-কোড ট্রানজেকশন সুবিধা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ