স্যামসাং মোবাইল ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে স্যামসাং বাংলাদেশের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম প্রধান ইকমার্স প্লাটফর্ম ইরাজ ডট কম-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ডিরেক্টর (অপারেশনস্) মোহাম্মাদ সাইফুদ্দিন টিপু এবং ইরাজ ডট কম-এর জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলাপমেন্ট) মো. রফিকুল ইসলাম লিটন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্স) ফখরুল ইসলাম ও জেনারেল ম্যানেজার (বিটুবি অ্যান্ড অনলাইন বিজনেস) সাদিয়া তাসনিমসহ অন্য কর্মকর্তাবৃন্দ এবং ইরাজ ডটকমের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইটি) মো. গোলাম কিবরিয়া ও ম্যানেজার (অপারেশনস্) এ. এফ. এম. রোকনুজ্জামানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং ইরাজ ডট কম বাংলাদেশের অন্যতম প্রধান ইকমার্স প্লাটফর্ম, যা দেশে শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বর্পূ ভূমিকা পালন করে আসছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ