২০২২ সালে জানুয়ারি থেকে ৪ জুন মালদ্বীপ ভ্রমণ করেছেন ৭ লাখ ১৭ হাজার ৫৫৩ পর্যটক। করোনাকালে মালদ্বীপে পর্যটক আগমনের হার কমে গিয়েছিল। কিন্তু এবছর তা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ২০১৯ সালে জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত মালদ্বীপ ভ্রমণ করেছিলেন ৭ লাখ ৬৫ হাজার ৬৪৮ জন।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। একজন পর্যটক মালদ্বীপে গড়ে ৮.২ দিন অবস্থান করেন।
মালদ্বীপ ভ্রমণে শীর্ষে আছে ভারতের নাগরিকরা (১৪.২ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য (১২.৪ শতাংশ)। সেরা দশে আরও আছে রাশিয়া, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, সৌদি আরব ও অস্ট্রিয়া।
বিডি প্রতিদিন/ফারজানা