যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে বিশ্ব ব্যাংক বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসের হার কমিয়ে দিয়েছে। তারা বহু দেশ অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে।
মঙ্গলবার জ্যানেট ইয়েলেন ক্যাপিটল হিলে কথা বলেন। তিনি জানান, হোয়াইট হাউজ মুদ্রাস্ফীতির বিষয়টি পর্যালোচনা করবে। করোনা মহামারীর পূর্বে মূল্যবৃদ্ধির তুলনায় এ বছর যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, আমার ধারণা, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার বেশিই থাকবে। যদিও আমার প্রত্যাশা হলো মুদ্রাস্ফীতি কমে আসুক।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা