২৯ নভেম্বর, ২০২৩ ১৯:০৯

বাংলাদেশে চ্যাংগান গাড়ি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে চ্যাংগান গাড়ি

চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের নতুন গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। গত বৃহস্পতিবার এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নতুন গাড়িগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।

অনুষ্ঠানে জানানো হয়, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টি দেশে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মীর মাধ্যমে চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। চ্যাংগান বর্তমানে তাদের সর্বোত্কৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।

নতুন এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের গাড়িতে মিলবে পাঁচ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিনের দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা। এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর