বিদেশে অর্থপাচার করা ব্যক্তিদের ধরতে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করার বিষয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যারা অর্থ নিয়ে বাইরে চলে গেছেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ অর্থপাচার করে... তারা যেন এর থেকে শিক্ষা নেয়।
বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামি ব্যাংকের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।
এ লক্ষ্যে প্রবাসীদের সহায়তা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম ফজলুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওহাব, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওমর ফারুক খান, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা ও প্রবাসী ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/কেএ