আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও নীতি) মুকিতুল হাসান সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকার ঘোষিত ছুটির মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল উপস্থিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হবে।
এদিকে, বাংলাদেশে ৬ অথবা ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ঈদ উপলক্ষ্যে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন।
চট্টগ্রাম, বেনাপোল, পেট্রাপোল, হিলি, ভোমরা ও সোনা মসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টম হাউস ও স্থলবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এনবিআরের এ উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতেও আমদানি-রফতানিতে কোনও ধরনের স্থবিরতা দেখা দেবে না বলে আশা করা হচ্ছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল।
বিডি প্রতিদিন/কেএ