প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে গণভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। বাস পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠান দুটির ছাত্রী ছিলেন। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্কুল ও কলেজ জীবনের স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সে ব্যাপারে খেলার মাঠের সুযোগ সংরক্ষণে কর্তৃপক্ষকে তাগিদ দেন। শেখ হাসিনা শেরেবাংলা স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং পরে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রী তার শিক্ষাজীবনের দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যে তাগিদ দিয়েছেন তা ব্যক্তিগত স্মৃতিকাতরতার ফলশ্রুতি শুধু নয়, তাত্পর্যেরও দাবিদার। রাজধানীসহ দেশের শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। কখনো অপদখলের শিকার হচ্ছে স্কুলের মাঠ। মাঠের জন্য ব্যবহৃত স্থান বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতাও শিক্ষার্থীদের খেলাধুলার অধিকারকে কেড়ে নিচ্ছে। সাম্প্রতিককালে মাঠ বা উন্মুক্ত প্রান্তর ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার মচ্ছব শুরু হয়েছে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে। স্কুল-কলেজই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম চালানো হচ্ছে বহুতল ভবনের কয়েকটি ফ্ল্যাট ভাড়া করে। রাজধানীতে খেলাধুলা এবং নির্মল চিত্তবিনোদনের অভাবে শিশু-কিশোররা অবরুদ্ধ অবস্থার শিকার হচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, দেশের মহানগরগুলোতে যেখানে যে মাঠ আছে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণের বিষয়টি বাধ্যবাধকতার পর্যায়ে নেওয়ার দাবি রাখে। আমরা আশা করব শুধু নিজের শিক্ষাজীবনের স্মৃতিমণ্ডিত শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনাটি মান্য করা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখতে না চাইলে এ ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে।
শিরোনাম
- ইউক্রেনে সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ চালান স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল থাবা: জাতীয় প্রেসক্লাবের সামনে যুবকের প্রতিবাদ
- রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
- ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
- রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন প্রেস সচিব
- আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
- হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: দাবি যুক্তরাষ্ট্রের
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
খেলার মাঠ সংরক্ষণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা তাৎপর্যের দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর