প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে গণভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। বাস পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠান দুটির ছাত্রী ছিলেন। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্কুল ও কলেজ জীবনের স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সে ব্যাপারে খেলার মাঠের সুযোগ সংরক্ষণে কর্তৃপক্ষকে তাগিদ দেন। শেখ হাসিনা শেরেবাংলা স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং পরে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রী তার শিক্ষাজীবনের দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যে তাগিদ দিয়েছেন তা ব্যক্তিগত স্মৃতিকাতরতার ফলশ্রুতি শুধু নয়, তাত্পর্যেরও দাবিদার। রাজধানীসহ দেশের শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। কখনো অপদখলের শিকার হচ্ছে স্কুলের মাঠ। মাঠের জন্য ব্যবহৃত স্থান বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতাও শিক্ষার্থীদের খেলাধুলার অধিকারকে কেড়ে নিচ্ছে। সাম্প্রতিককালে মাঠ বা উন্মুক্ত প্রান্তর ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার মচ্ছব শুরু হয়েছে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে। স্কুল-কলেজই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম চালানো হচ্ছে বহুতল ভবনের কয়েকটি ফ্ল্যাট ভাড়া করে। রাজধানীতে খেলাধুলা এবং নির্মল চিত্তবিনোদনের অভাবে শিশু-কিশোররা অবরুদ্ধ অবস্থার শিকার হচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, দেশের মহানগরগুলোতে যেখানে যে মাঠ আছে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণের বিষয়টি বাধ্যবাধকতার পর্যায়ে নেওয়ার দাবি রাখে। আমরা আশা করব শুধু নিজের শিক্ষাজীবনের স্মৃতিমণ্ডিত শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনাটি মান্য করা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখতে না চাইলে এ ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
খেলার মাঠ সংরক্ষণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা তাৎপর্যের দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন
