প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে গণভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। বাস পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠান দুটির ছাত্রী ছিলেন। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্কুল ও কলেজ জীবনের স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সে ব্যাপারে খেলার মাঠের সুযোগ সংরক্ষণে কর্তৃপক্ষকে তাগিদ দেন। শেখ হাসিনা শেরেবাংলা স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং পরে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রী তার শিক্ষাজীবনের দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যে তাগিদ দিয়েছেন তা ব্যক্তিগত স্মৃতিকাতরতার ফলশ্রুতি শুধু নয়, তাত্পর্যেরও দাবিদার। রাজধানীসহ দেশের শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। কখনো অপদখলের শিকার হচ্ছে স্কুলের মাঠ। মাঠের জন্য ব্যবহৃত স্থান বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতাও শিক্ষার্থীদের খেলাধুলার অধিকারকে কেড়ে নিচ্ছে। সাম্প্রতিককালে মাঠ বা উন্মুক্ত প্রান্তর ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার মচ্ছব শুরু হয়েছে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে। স্কুল-কলেজই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম চালানো হচ্ছে বহুতল ভবনের কয়েকটি ফ্ল্যাট ভাড়া করে। রাজধানীতে খেলাধুলা এবং নির্মল চিত্তবিনোদনের অভাবে শিশু-কিশোররা অবরুদ্ধ অবস্থার শিকার হচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, দেশের মহানগরগুলোতে যেখানে যে মাঠ আছে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণের বিষয়টি বাধ্যবাধকতার পর্যায়ে নেওয়ার দাবি রাখে। আমরা আশা করব শুধু নিজের শিক্ষাজীবনের স্মৃতিমণ্ডিত শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনাটি মান্য করা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখতে না চাইলে এ ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
খেলার মাঠ সংরক্ষণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা তাৎপর্যের দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর