প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে গণভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। বাস পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠান দুটির ছাত্রী ছিলেন। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্কুল ও কলেজ জীবনের স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশ নিতে পারে সে ব্যাপারে খেলার মাঠের সুযোগ সংরক্ষণে কর্তৃপক্ষকে তাগিদ দেন। শেখ হাসিনা শেরেবাংলা স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং পরে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রী তার শিক্ষাজীবনের দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যে তাগিদ দিয়েছেন তা ব্যক্তিগত স্মৃতিকাতরতার ফলশ্রুতি শুধু নয়, তাত্পর্যেরও দাবিদার। রাজধানীসহ দেশের শহরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। কখনো অপদখলের শিকার হচ্ছে স্কুলের মাঠ। মাঠের জন্য ব্যবহৃত স্থান বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতাও শিক্ষার্থীদের খেলাধুলার অধিকারকে কেড়ে নিচ্ছে। সাম্প্রতিককালে মাঠ বা উন্মুক্ত প্রান্তর ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার মচ্ছব শুরু হয়েছে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে। স্কুল-কলেজই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম চালানো হচ্ছে বহুতল ভবনের কয়েকটি ফ্ল্যাট ভাড়া করে। রাজধানীতে খেলাধুলা এবং নির্মল চিত্তবিনোদনের অভাবে শিশু-কিশোররা অবরুদ্ধ অবস্থার শিকার হচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ নয়, দেশের মহানগরগুলোতে যেখানে যে মাঠ আছে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণের বিষয়টি বাধ্যবাধকতার পর্যায়ে নেওয়ার দাবি রাখে। আমরা আশা করব শুধু নিজের শিক্ষাজীবনের স্মৃতিমণ্ডিত শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনাটি মান্য করা হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখতে না চাইলে এ ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
খেলার মাঠ সংরক্ষণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা তাৎপর্যের দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর