টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। তাবলিগ জামাতে বিভক্তি সৃষ্টি হওয়ায় বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগে ইজতেমা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেন। দুই পক্ষ এতে সম্মতি জানালেও মাওলানা সা’দ কান্ধলভির সমর্থকরা জোড় ইজতেমার আয়োজন করলে জুবায়ের পন্থিরা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে একজনের প্রাণহানি ও বিপুলসংখ্যক মুসল্লি আহত হন। শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই পক্ষের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের আগে ইজতেমা না করা এবং নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে তা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার জন্য উভয়পক্ষকে রাজি করান। বৈঠকে উপস্থিত ছিলেন সা’দ কান্ধলভিপন্থি তাবলিগের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং কওমিপন্থি মাওলানা জুবায়েরের অনুসারী তাবলিগের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী ও আবদুল কুদ্দুসসহ তাবলিগ জামাতের শীর্ষ নেতারা। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাবলিগের দুই গ্র“পের সংঘর্ষ দীনের খেদমতে নিবেদিতপ্রাণ এ সংগঠনের মর্যাদায় আঘাত হেনেছে। শান্তির ধর্ম ইসলামের সুনামকেও ক্ষুণ্ন করেছে কিছু উগ্রপন্থির কা-জ্ঞানহীন কার্যক্রম। তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষকে কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয় বলে ভাবার অবকাশ নেই। এ সংঘর্ষের কারণে রাজধানীর লাখ লাখ মানুষকে শনিবার ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে বিপুলসংখ্যক যাত্রী ফ্লাইট মিস করেছেন। রাজধানীজুড়ে যানজটের মদদ জুগিয়েছে এই অবাঞ্ছিত ঘটনা। আমরা আশা করব শান্তির জীবন বিধান ইসলামের মর্যাদা রক্ষায় তাবলিগ জামাতের দুই পক্ষই সংঘাতের পথ এড়িয়ে চলবেন। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
তাবলিগের সংঘাত
মর্যাদাহানিকর কর্মকান্ড দুর্ভাগ্যজনক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর