অজ্ঞান পার্টি নামের মানুষ-শকুনরা এত দিন বাস ট্রেন লঞ্চের যাত্রীদের টার্গেট বানাত। নানা কৌশলে তাদের অজ্ঞান করে লুটেপুটে নিত সবকিছু। এ জঘন্য অপরাধীদের থাবা এখন হাসপাতালেও বিস্তৃত। ১৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রোগীসহ তিন নারী। তাদের অচেতন করে টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন রোগী মিতা আক্তার, তার ছোট বোন খুশি আক্তার ও আরেক রোগীর স্বজন শাহিনুর। ভুক্তভোগীদের মধ্যে মিতা মানিকগঞ্জের শিবালয়ের রিকশাচালক মামুনের স্ত্রী। খুশি পোশাক-কর্মী আর শাহিনুরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। সোমবার রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতর চেতনানাশক খাইয়ে তিনজনের টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল লুট করা হয়। তাদের স্টোমাক ওয়াশ করা হয়েছে। বর্তমানে গাইনি ওয়ার্ডের বেডেই তাদের চিকিৎসা চলছে। চার দিন আগে মিতাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার দেখভালের জন্য ছোটবোন খুশিও সঙ্গে থাকতেন। মিতার শ্বশুরের ভাষ্য- হাসপাতালে রোগীর সঙ্গে বাড়তি লোক থাকতে দেওয়া হয় না। ফলে এ সময় তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে রোগীর খোঁজ নিতে গিয়ে দেখেন মিতা ও খুশি অজ্ঞান হয়ে পড়ে আছেন। শাহিনুরও পড়ে আছেন অচেতন হয়ে। অজ্ঞান পার্টির এক মহিলা সদস্য মিতাকে জানান তার শ্বশুর জুস পাঠিয়েছেন এবং তা পান করতে বলেছেন। এ জুস পান করেই তিনজন অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা শাহিনুরের কানের দুল ও মিতার ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। অজ্ঞান পার্টি নামের দুর্বৃত্তদের হাতে শুধু সর্বস্ব হারানো নয়, জীবন হারানোর ঘটনাও ঘটছে। মাঝেমধ্যে অপরাধীরা ধরা পড়লেও জামিন পেয়ে আবারও অপরাধে জড়িত হচ্ছেন। এদের দমনে কড়া শাস্তির বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
শিরোনাম
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
হাসপাতালেও অজ্ঞান পার্টি
অপরাধীদের দমনে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর