অজ্ঞান পার্টি নামের মানুষ-শকুনরা এত দিন বাস ট্রেন লঞ্চের যাত্রীদের টার্গেট বানাত। নানা কৌশলে তাদের অজ্ঞান করে লুটেপুটে নিত সবকিছু। এ জঘন্য অপরাধীদের থাবা এখন হাসপাতালেও বিস্তৃত। ১৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রোগীসহ তিন নারী। তাদের অচেতন করে টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন রোগী মিতা আক্তার, তার ছোট বোন খুশি আক্তার ও আরেক রোগীর স্বজন শাহিনুর। ভুক্তভোগীদের মধ্যে মিতা মানিকগঞ্জের শিবালয়ের রিকশাচালক মামুনের স্ত্রী। খুশি পোশাক-কর্মী আর শাহিনুরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। সোমবার রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতর চেতনানাশক খাইয়ে তিনজনের টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল লুট করা হয়। তাদের স্টোমাক ওয়াশ করা হয়েছে। বর্তমানে গাইনি ওয়ার্ডের বেডেই তাদের চিকিৎসা চলছে। চার দিন আগে মিতাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার দেখভালের জন্য ছোটবোন খুশিও সঙ্গে থাকতেন। মিতার শ্বশুরের ভাষ্য- হাসপাতালে রোগীর সঙ্গে বাড়তি লোক থাকতে দেওয়া হয় না। ফলে এ সময় তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে রোগীর খোঁজ নিতে গিয়ে দেখেন মিতা ও খুশি অজ্ঞান হয়ে পড়ে আছেন। শাহিনুরও পড়ে আছেন অচেতন হয়ে। অজ্ঞান পার্টির এক মহিলা সদস্য মিতাকে জানান তার শ্বশুর জুস পাঠিয়েছেন এবং তা পান করতে বলেছেন। এ জুস পান করেই তিনজন অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা শাহিনুরের কানের দুল ও মিতার ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। অজ্ঞান পার্টি নামের দুর্বৃত্তদের হাতে শুধু সর্বস্ব হারানো নয়, জীবন হারানোর ঘটনাও ঘটছে। মাঝেমধ্যে অপরাধীরা ধরা পড়লেও জামিন পেয়ে আবারও অপরাধে জড়িত হচ্ছেন। এদের দমনে কড়া শাস্তির বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
হাসপাতালেও অজ্ঞান পার্টি
অপরাধীদের দমনে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর