অজ্ঞান পার্টি নামের মানুষ-শকুনরা এত দিন বাস ট্রেন লঞ্চের যাত্রীদের টার্গেট বানাত। নানা কৌশলে তাদের অজ্ঞান করে লুটেপুটে নিত সবকিছু। এ জঘন্য অপরাধীদের থাবা এখন হাসপাতালেও বিস্তৃত। ১৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রোগীসহ তিন নারী। তাদের অচেতন করে টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন রোগী মিতা আক্তার, তার ছোট বোন খুশি আক্তার ও আরেক রোগীর স্বজন শাহিনুর। ভুক্তভোগীদের মধ্যে মিতা মানিকগঞ্জের শিবালয়ের রিকশাচালক মামুনের স্ত্রী। খুশি পোশাক-কর্মী আর শাহিনুরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। সোমবার রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতর চেতনানাশক খাইয়ে তিনজনের টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল লুট করা হয়। তাদের স্টোমাক ওয়াশ করা হয়েছে। বর্তমানে গাইনি ওয়ার্ডের বেডেই তাদের চিকিৎসা চলছে। চার দিন আগে মিতাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার দেখভালের জন্য ছোটবোন খুশিও সঙ্গে থাকতেন। মিতার শ্বশুরের ভাষ্য- হাসপাতালে রোগীর সঙ্গে বাড়তি লোক থাকতে দেওয়া হয় না। ফলে এ সময় তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে রোগীর খোঁজ নিতে গিয়ে দেখেন মিতা ও খুশি অজ্ঞান হয়ে পড়ে আছেন। শাহিনুরও পড়ে আছেন অচেতন হয়ে। অজ্ঞান পার্টির এক মহিলা সদস্য মিতাকে জানান তার শ্বশুর জুস পাঠিয়েছেন এবং তা পান করতে বলেছেন। এ জুস পান করেই তিনজন অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা শাহিনুরের কানের দুল ও মিতার ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। অজ্ঞান পার্টি নামের দুর্বৃত্তদের হাতে শুধু সর্বস্ব হারানো নয়, জীবন হারানোর ঘটনাও ঘটছে। মাঝেমধ্যে অপরাধীরা ধরা পড়লেও জামিন পেয়ে আবারও অপরাধে জড়িত হচ্ছেন। এদের দমনে কড়া শাস্তির বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
শিরোনাম
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
হাসপাতালেও অজ্ঞান পার্টি
অপরাধীদের দমনে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর