অজ্ঞান পার্টি নামের মানুষ-শকুনরা এত দিন বাস ট্রেন লঞ্চের যাত্রীদের টার্গেট বানাত। নানা কৌশলে তাদের অজ্ঞান করে লুটেপুটে নিত সবকিছু। এ জঘন্য অপরাধীদের থাবা এখন হাসপাতালেও বিস্তৃত। ১৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রোগীসহ তিন নারী। তাদের অচেতন করে টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন রোগী মিতা আক্তার, তার ছোট বোন খুশি আক্তার ও আরেক রোগীর স্বজন শাহিনুর। ভুক্তভোগীদের মধ্যে মিতা মানিকগঞ্জের শিবালয়ের রিকশাচালক মামুনের স্ত্রী। খুশি পোশাক-কর্মী আর শাহিনুরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। সোমবার রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতর চেতনানাশক খাইয়ে তিনজনের টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল লুট করা হয়। তাদের স্টোমাক ওয়াশ করা হয়েছে। বর্তমানে গাইনি ওয়ার্ডের বেডেই তাদের চিকিৎসা চলছে। চার দিন আগে মিতাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার দেখভালের জন্য ছোটবোন খুশিও সঙ্গে থাকতেন। মিতার শ্বশুরের ভাষ্য- হাসপাতালে রোগীর সঙ্গে বাড়তি লোক থাকতে দেওয়া হয় না। ফলে এ সময় তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে রোগীর খোঁজ নিতে গিয়ে দেখেন মিতা ও খুশি অজ্ঞান হয়ে পড়ে আছেন। শাহিনুরও পড়ে আছেন অচেতন হয়ে। অজ্ঞান পার্টির এক মহিলা সদস্য মিতাকে জানান তার শ্বশুর জুস পাঠিয়েছেন এবং তা পান করতে বলেছেন। এ জুস পান করেই তিনজন অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা শাহিনুরের কানের দুল ও মিতার ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। অজ্ঞান পার্টি নামের দুর্বৃত্তদের হাতে শুধু সর্বস্ব হারানো নয়, জীবন হারানোর ঘটনাও ঘটছে। মাঝেমধ্যে অপরাধীরা ধরা পড়লেও জামিন পেয়ে আবারও অপরাধে জড়িত হচ্ছেন। এদের দমনে কড়া শাস্তির বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
শিরোনাম
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
হাসপাতালেও অজ্ঞান পার্টি
অপরাধীদের দমনে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর