বাংলাদেশকে নকল ভেজালের অভয়ারণ্য বললেও খুব একটা ভুল হবে না। এমন কোনো পণ্য পাওয়া যায় না যেখানে নকল ভেজালের দৌরাত্ম্য নেই। দেশে নকল ভেজালবিরোধী আইন থাকলেও তা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পারছে না। অপরাধী চক্রের সদস্যরা বারবার সাজা পাওয়ার পরও জড়িত হচ্ছে একই ধরনের অপরাধে। নকল ভেজালবিরোধী অভিযানে যে লঘু সাজা দেওয়া হয় তা গ্রাহ্য করছে না অপরাধীরা। গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে নকল পণ্যও পাওয়া যায়। ফলে তাদের সতর্ক করে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকৃত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক দ্রব্য মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানাকে ২ লাখ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্সকে ১ লাখ টাকা, মেসার্স কহিনুর ক্যাবলসকে ১ লাখ টাকা, তিতাস ক্যাবলসকে ২ লাখ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে প্রতিষ্ঠানের ৫ জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দেশে নকল ভেজাল এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে এর ভিড়ে আসল খুঁজে পাওয়া ভার। নকল বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে মানুষ। দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতিও ঘটছে। নকল প্রসাধন সামগ্রী চর্মরোগসহ ত্বকের সমূহ সর্বনাশ ঘটাচ্ছে। এসব অপরাধের ইতি ঘটাতে হলে আরও কড়া আইন প্রণয়নের কথা ভাবতে হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
নকল ভেজালের দৌরাত্ম্য
অপরাধ দমনে চাই কড়া আইন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর