বাংলাদেশকে নকল ভেজালের অভয়ারণ্য বললেও খুব একটা ভুল হবে না। এমন কোনো পণ্য পাওয়া যায় না যেখানে নকল ভেজালের দৌরাত্ম্য নেই। দেশে নকল ভেজালবিরোধী আইন থাকলেও তা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পারছে না। অপরাধী চক্রের সদস্যরা বারবার সাজা পাওয়ার পরও জড়িত হচ্ছে একই ধরনের অপরাধে। নকল ভেজালবিরোধী অভিযানে যে লঘু সাজা দেওয়া হয় তা গ্রাহ্য করছে না অপরাধীরা। গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে নকল পণ্যও পাওয়া যায়। ফলে তাদের সতর্ক করে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকৃত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক দ্রব্য মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানাকে ২ লাখ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্সকে ১ লাখ টাকা, মেসার্স কহিনুর ক্যাবলসকে ১ লাখ টাকা, তিতাস ক্যাবলসকে ২ লাখ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে প্রতিষ্ঠানের ৫ জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দেশে নকল ভেজাল এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে এর ভিড়ে আসল খুঁজে পাওয়া ভার। নকল বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে মানুষ। দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতিও ঘটছে। নকল প্রসাধন সামগ্রী চর্মরোগসহ ত্বকের সমূহ সর্বনাশ ঘটাচ্ছে। এসব অপরাধের ইতি ঘটাতে হলে আরও কড়া আইন প্রণয়নের কথা ভাবতে হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
নকল ভেজালের দৌরাত্ম্য
অপরাধ দমনে চাই কড়া আইন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর