বাংলাদেশকে নকল ভেজালের অভয়ারণ্য বললেও খুব একটা ভুল হবে না। এমন কোনো পণ্য পাওয়া যায় না যেখানে নকল ভেজালের দৌরাত্ম্য নেই। দেশে নকল ভেজালবিরোধী আইন থাকলেও তা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পারছে না। অপরাধী চক্রের সদস্যরা বারবার সাজা পাওয়ার পরও জড়িত হচ্ছে একই ধরনের অপরাধে। নকল ভেজালবিরোধী অভিযানে যে লঘু সাজা দেওয়া হয় তা গ্রাহ্য করছে না অপরাধীরা। গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে নকল পণ্যও পাওয়া যায়। ফলে তাদের সতর্ক করে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকৃত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক দ্রব্য মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানাকে ২ লাখ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্সকে ১ লাখ টাকা, মেসার্স কহিনুর ক্যাবলসকে ১ লাখ টাকা, তিতাস ক্যাবলসকে ২ লাখ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে প্রতিষ্ঠানের ৫ জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দেশে নকল ভেজাল এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে এর ভিড়ে আসল খুঁজে পাওয়া ভার। নকল বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে মানুষ। দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতিও ঘটছে। নকল প্রসাধন সামগ্রী চর্মরোগসহ ত্বকের সমূহ সর্বনাশ ঘটাচ্ছে। এসব অপরাধের ইতি ঘটাতে হলে আরও কড়া আইন প্রণয়নের কথা ভাবতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
নকল ভেজালের দৌরাত্ম্য
অপরাধ দমনে চাই কড়া আইন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর