বাংলাদেশকে নকল ভেজালের অভয়ারণ্য বললেও খুব একটা ভুল হবে না। এমন কোনো পণ্য পাওয়া যায় না যেখানে নকল ভেজালের দৌরাত্ম্য নেই। দেশে নকল ভেজালবিরোধী আইন থাকলেও তা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পারছে না। অপরাধী চক্রের সদস্যরা বারবার সাজা পাওয়ার পরও জড়িত হচ্ছে একই ধরনের অপরাধে। নকল ভেজালবিরোধী অভিযানে যে লঘু সাজা দেওয়া হয় তা গ্রাহ্য করছে না অপরাধীরা। গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে নকল পণ্যও পাওয়া যায়। ফলে তাদের সতর্ক করে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকৃত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী ও ভেজাল আয়ুর্বেদিক দ্রব্য মজুদ ও বিক্রি করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানাকে ২ লাখ ৬০ হাজার টাকা, আশা কসমেটিক্সকে ১ লাখ টাকা, মেসার্স কহিনুর ক্যাবলসকে ১ লাখ টাকা, তিতাস ক্যাবলসকে ২ লাখ টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে প্রতিষ্ঠানের ৫ জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দেশে নকল ভেজাল এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে এর ভিড়ে আসল খুঁজে পাওয়া ভার। নকল বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে মানুষ। দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতিও ঘটছে। নকল প্রসাধন সামগ্রী চর্মরোগসহ ত্বকের সমূহ সর্বনাশ ঘটাচ্ছে। এসব অপরাধের ইতি ঘটাতে হলে আরও কড়া আইন প্রণয়নের কথা ভাবতে হবে।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
নকল ভেজালের দৌরাত্ম্য
অপরাধ দমনে চাই কড়া আইন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর