মহান প্রভু কোরআনে কারিমে ঘোষণা করেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর ওপর, তাঁর রসুল ও তাঁর কিতাব, যা তিনি অবতীর্ণ করেছেন স্বীয় রসুলের ওপর এবং সে সমস্ত কিতাবের ওপর ইমান গ্রহণ করো যা অবতীর্ণ করেছেন ইতিপূর্বে’ (আন নিসা-১৩৬)। অপর আয়াতে তিনি বলেন, ‘হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো’ (আল বাকারা-২০৮)। উল্লিখিত প্রথম আয়াতে আল্লাহ মুমিনদের নির্দেশ করেছেন পরিপূর্ণ ইমান গ্রহণ করার জন্য। অপর আয়াতে নির্দেশ করেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য। উল্লিখিত আয়াত দুটির মর্মানুসারে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মুমিনের ইমান কি অসম্পূর্ণ থাকে? মুসলমান কি আবার ইসলামের বাইরে থাকে? এসব প্রশ্নের সহজ সমাধানের জন্য আমাদের নিজেদের পরিস্থিতি নিয়ে চিন্তা করা প্রয়োজন। প্রয়োজন আমাদের মুসলমানদের অবস্থা ও আচার-আচরণ পর্যক্ষেণ করা। আমরা অনেকেই আছি যারা হয়তো ইবাদত বন্দেগিতে খুবই পরিপূর্ণ। তবে আচার-আচরণ, সামাজিকতা ও মানবিক পর্যায়ে একেবারেই উদাসীন। আমরা অনেকেই এমনও আছি যারা কোনো ধরনের ইবাদত আদায় করলেও অনেক প্রকার ইবাদত রয়েছে যার কোনো খোঁজখবর মোটেও রাখি না। নামাজ আছে, রোজা নেই, নামাজ-রোজা পালন করলেও জাকাত বা হজের সঙ্গে সম্পর্ক নেই। কেউ আছে সব পালন করলেও দাড়ি রাখে না। পর্দার বিধান মানে না। সত্য বলতে আমরা অনেকেই আজ নিজেদের মনমতো ধর্ম পালন করছি। ইসলামের পরিধি ও ব্যাপকতা সম্পর্কে আমাদের হয়তো জ্ঞান নেই, অথবা জানা সত্ত্বেও অবজ্ঞা করে থাকি। অমানবিকতা, ঝগড়া-বিবাদ পরনিন্দা, সমালোচনা, স্বার্থপরতা, হিংসা, অহংকার, সংকীর্ণতা, লোভ এবং সন্ত্রাস ও দুর্নীতি ইত্যাদি অপকর্মে লিপ্ত থাকার পরও আমরা নিজেদের পরিপূর্ণ মুসলমান দাবি করে থাকি। এসব ন্যক্কারজনক কাজ ইসলামের পরিপূর্ণতার পথে অন্তরায়, যা আমরা কখনো ভাবি না। অথচ ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। জীবনের কিছু অংশে ইসলামী অনুশাসন মেনে চলা আর কিছু অংশে ইসলামী অনুশাসনের বাইরে থাকার অনুমোদন এই ধর্মে আদৌ নেই। মহান প্রভু ঘোষণা করেছেন, ‘হে মুমিনগণ! আল্লাহকে তোমরা যথার্থভাবে ভয় করো, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না’ (আলে ইমরান ১০২)।
লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা