ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে নাগরিকের একটা বড় অংশ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ছেড়ে এ বছর অন্তত ১ কোটি মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে কর্মস্থল ছাড়ছে। নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ বছর বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকিটের জন্য যেমন প্রাণান্তকর লড়াইয়ে নামতে হচ্ছে, তেমন গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তার পরও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেনের টিকিটের জন্য রেলস্টেশনগুলোয় বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এর বিপরীত চিত্র ছিল রাজধানীর গাবতলীর বাস কাউন্টারগুলোয়। সেখানে অন্য বছরের চেয়ে যাত্রীসংখ্যা কম। বাধ্য হয়ে সিট খালি রেখেও অনেক বাস গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। যাত্রীর ভিড় না থাকায় বাসের টিকিট কাটতে বেগ পেতে হচ্ছে না। তবে অন্য সময়ের চেয়ে বাড়তি ভাড়ায় দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ করতে হচ্ছে এমন অভিযোগ যাত্রীদের। দক্ষিণবঙ্গগামী বেশ কয়েকটি পরিবহনের টিকিট বিক্রেতার ভাষ্য, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এর পরও যাত্রী পাওয়া যাচ্ছে না। সিট খালি রেখে বাস ছাড়তে হচ্ছে। তবে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তাদের সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। দক্ষিণাঞ্চলের যাত্রীর এক বড় অংশ মাওয়া হয়ে স্ব স্ব গন্তব্যে যাওয়ায় গাবতলীতে ভিড় কম। ঈদে বাড়তি দামে যানবাহনের টিকিট বিক্রির পাশাপাশি যাত্রাপথে ভোগান্তির অভিযোগও রয়েছে। ফেরিঘাটগুলোয় পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ট্রেনের টিকিট অনলাইনে কেনাকাটায় এ পর্যন্ত বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি। টিকিট কালোবাজারির অভিযোগের ব্যাপারে রেল কর্তৃপক্ষ সতর্ক থাকলে তাদের ভাবমূর্তি কিছুটা হলেও রক্ষা পাবে। টিকিট কালোবাজারি অনাকাঙ্ক্ষিতই নয়, ঘৃণ্য এক অপরাধ। যা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়।
শিরোনাম
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
ঈদযাত্রার চালচিত্র
অনিয়মের অভিযোগ আগের চেয়ে কম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর