অবশেষে সামরিক সংঘাত থেকে সরে আসতে সম্মত হলো ভারত ও পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, গত কদিন দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাই চলছিল। পাল্টাপাল্টি হামলায় টালমাটাল অবস্থার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।’ ধন্যবাদ জনাব। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ ব্যক্তি নিহত হয়। ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ৭ মে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে, ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলার দাবি করে নয়াদিল্লি। তখন থেকে দুই দেশের পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। ‘অপারেশন বুনইয়ান-ইন-মারসুস’ নামে অভিযান শুরু করে পাকিস্তান। সংঘাত শুরুর পর থেকে ভারতে নিহত হয় অন্তত ২২ জন। পাকিস্তানে ৩৩। দুই দেশই পরস্পরের সামরিক ঘাঁটি, স্থাপনা, বিমান-ড্রোন ইত্যাদি অত্যাধুনিক সমরাস্ত্র ধ্বংসের দাবি করে। সব মিলিয়ে গোটা দক্ষিণ এশিয়ায় অশান্তির মেঘ জমে। দেশগুলোর স্থিতিশীলতা, উন্নয়ন, অর্থনীতি হুমকির মুখে পড়ে। বিরূপ প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয় বিশ্বের আমদানি-রপ্তানি বাণিজ্যে। সবাই কামনা করছিলেন, চিরকাল শত্রুভাবাপন্ন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সমঝোতা হোক। নেতৃত্বের বোধোদয়ে তারা সংযত হোক। কারণ অশান্তি কখনো কারও জন্য কল্যাণ বয়ে আনে না। দু-দুটো বিশ্বযুদ্ধ, হিরোশিমা-নাগাসাকির মহাবিপর্যয়সহ দেশে দেশে যুদ্ধের ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। এখনো আগুন জ্বলছে গাজায়, ইউক্রেনে। সব যুদ্ধে সবার আগে জেতে মিথ্যা আর ভুল তথ্য। ভারত-পাকিস্তান কদিনের সংঘাতেও তার ব্যতিক্রম হয়নি। তার প্রভাব পড়েছে বিশ্বের বৃহৎ সমরাস্ত্র বাজারেও। সংঘাত চলতে থাকলে তা বিভিন্ন ক্ষেত্রে আরও কত বিপর্যয় ডেকে আনত, বলা মুশকিল। ফলে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ধন্যবাদ জানাই ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসও সাধুবাদ জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীকে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও আপাত স্বস্তির সঙ্গে থেকে যায় কিছু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে হবে ভারত ও পাকিস্তানকে। শুধু তাদের জন্যই নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে।
শিরোনাম
- হাজার কোটি টাকায় ম্যানইউতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার
- ভাগ্যহত চিকিৎসক দম্পতি ও তিন শিশু সন্তানের হাস্যোজ্জ্বল সেলফি, অতঃপর..!
- যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৭১
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ
- দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন: মিরাজ
- 'বাংলাদেশের ভবিষ্যতের জন্য ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ'
- বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ
- বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা
- পাখির আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে ভারতের প্লেনটি
- যমুনা সেতু দিয়ে একদিনে ৩১ হাজার যানবাহন পারাপার
- ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেয়া যাত্রীকে জীবিত উদ্ধার, দাবি রিপোর্টে
- ভারতের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শোক
- ভারতে প্লেন দুর্ঘটনায় হতবাক ব্রিটিশ রাজা চার্লস
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ফরিদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- গাইবান্ধায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
- ‘জুলাই আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে বিএনপি’
- প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক