অবশেষে সামরিক সংঘাত থেকে সরে আসতে সম্মত হলো ভারত ও পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, গত কদিন দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাই চলছিল। পাল্টাপাল্টি হামলায় টালমাটাল অবস্থার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।’ ধন্যবাদ জনাব। গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ ব্যক্তি নিহত হয়। ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ৭ মে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে, ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলার দাবি করে নয়াদিল্লি। তখন থেকে দুই দেশের পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। ‘অপারেশন বুনইয়ান-ইন-মারসুস’ নামে অভিযান শুরু করে পাকিস্তান। সংঘাত শুরুর পর থেকে ভারতে নিহত হয় অন্তত ২২ জন। পাকিস্তানে ৩৩। দুই দেশই পরস্পরের সামরিক ঘাঁটি, স্থাপনা, বিমান-ড্রোন ইত্যাদি অত্যাধুনিক সমরাস্ত্র ধ্বংসের দাবি করে। সব মিলিয়ে গোটা দক্ষিণ এশিয়ায় অশান্তির মেঘ জমে। দেশগুলোর স্থিতিশীলতা, উন্নয়ন, অর্থনীতি হুমকির মুখে পড়ে। বিরূপ প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয় বিশ্বের আমদানি-রপ্তানি বাণিজ্যে। সবাই কামনা করছিলেন, চিরকাল শত্রুভাবাপন্ন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সমঝোতা হোক। নেতৃত্বের বোধোদয়ে তারা সংযত হোক। কারণ অশান্তি কখনো কারও জন্য কল্যাণ বয়ে আনে না। দু-দুটো বিশ্বযুদ্ধ, হিরোশিমা-নাগাসাকির মহাবিপর্যয়সহ দেশে দেশে যুদ্ধের ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। এখনো আগুন জ্বলছে গাজায়, ইউক্রেনে। সব যুদ্ধে সবার আগে জেতে মিথ্যা আর ভুল তথ্য। ভারত-পাকিস্তান কদিনের সংঘাতেও তার ব্যতিক্রম হয়নি। তার প্রভাব পড়েছে বিশ্বের বৃহৎ সমরাস্ত্র বাজারেও। সংঘাত চলতে থাকলে তা বিভিন্ন ক্ষেত্রে আরও কত বিপর্যয় ডেকে আনত, বলা মুশকিল। ফলে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ধন্যবাদ জানাই ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসও সাধুবাদ জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীকে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও আপাত স্বস্তির সঙ্গে থেকে যায় কিছু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে হবে ভারত ও পাকিস্তানকে। শুধু তাদের জন্যই নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে।
শিরোনাম
- বিচ সকার বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল
- আলোচনায় বড় অগ্রগতি, ৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে একমত যুক্তরাষ্ট্র-চীন
- কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত
- অনলাইন স্ক্যাম ধরতে গুগলের নতুন অস্ত্র ‘জেমিনি ন্যানো’
- জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদ্ঘাটনে সহায়তার আহ্বান
- কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা
- ট্রাম্প কি পারস্য উপসাগরের নাম বদলাতে পারেন?
- 'ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার'
- হেলিকপ্টার-ড্রোন-মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ ছিল হাসিনার
- চার দশকের বিদ্রোহের অবসান, নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা
- এআই থেকে মুক্তি পেতে চান ব্রিটিশ তারকারা
- ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
- গরমে লাউয়ের রস খাওয়ার যত উপকার
- কাশ্মীর এখন কেমন আছে?
- পিলখানা বিদ্রোহ : আরও ৪০ জওয়ান পেলেন জামিন
- ‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
- লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু
- আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
- নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের
- ফেনীতে বিজিবির কড়া নজরদারি, টহল জোরদার
যুদ্ধবিরতি
সাধুবাদ যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর