পুঁজিবাজার নিয়ে লুটেরা চক্রের কারসাজি চলছে প্রায় তিন দশক ধরে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লুটেরা চক্র ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ তত্ত্বে সাধারণ মানুষকে পুঁজিবাজারের দিকে আনতে নানা কারসাজির আশ্রয় নেয়। পায়ের তলায় মাটি নেই, এমন কোম্পানির শেয়ারের দামও আকাশছোঁয়া হয়ে ওঠে সে কারসাজিতে। পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ আর আলাদিনের চেরাগ হাতে পাওয়া এমন ধারণাও গড়ে তোলা হয় সরল সোজা বিনিয়োগকারীদের মধ্যে। তারপর সুযোগ বুঝেই হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায় একের পর এক শেয়ারের দরপতন ঘটিয়ে। ২০০৮ সালে ক্ষমতায় এসেও তারা একই কারসাজির আশ্রয় নেয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদের পতন হলেও শেয়ারবাজারে তাদের কালোহাত বজায় থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পাঁচ নির্দেশনা দিয়েছেন। বলেছেন, লুটপাটের মাধ্যমে শেয়ারবাজার বেসামাল করার পেছনে কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা অকল্পনীয়। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। শেয়ারবাজারের সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়। এটা যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার মধ্যে আছে, সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ। বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করা। স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের এনে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা। পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণনির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শুধু নির্দেশনা নয়, তা যাতে যথাযথভাবে কার্যকর হয়, সে ব্যাপারেও চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
বিপর্যস্ত পুঁজিবাজার
পাঁচ নির্দেশনায় আস্থা ফিরে আসুক
প্রিন্ট ভার্সন
